চাঁদপুর সদর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি কে আটক করা হয়েছে।
এ ব্যাপারে পুলিশ জানায়, ১৮ জুন শনিবার রাত ০১.৪৫ ঘটিকার সময় সদর মডেল থানায় কমরত এসআই/জাকির হোসেন ভুইয়া ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া চাঁদপুর সদর মডেল থানাধীন পৌরসভা ১৩নং ওয়ার্ড ষোলঘর পাকা মসজিদ সংলগ্ন ইকরা মডেল একাডেমীর সামনে চাঁদপুর টু কুমিল্লা গামী পাকা রাস্তার উপর হইতে আসামী ১. সাজাদ্দা হোসেন @ ঝোটন(৪৫), পিতা-মোঃ মোশারফ হোসেন, মাতা-তাহিদা বেগম ,স্থায়ী: গ্রাম- বিষ্ণুদী (বেপারী বাড়ী, ৯নং পৌর ওয়ার্ড) , উপজেলা/থানা- চাঁদপুর সদর, জেলা -চাঁদপুর, বাংলাদেশ হইতে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার পূর্বক মাদক আইনে নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়গত ১৭ জুন সারে ১০ টার সময় অত্র থানায় কমরত এসআই/রাশেদুদ জামান ও সঙ্গী ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া চাঁদপুর সদর মডেল থানাধীন ষোলঘর ইকরা মডেল একাডেমী ক্যাম্পস-১ এর সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১. মোঃ হাবিব মুন্সী(৩৩), পিতা-সিরাজুল আলম মুন্সী, মাতা-মনুজা বেগম ,স্থায়ী: (নিচ গাছতলা, ঈদগাঁ সংলগ্ন) , উপজেলা/থানা- চাঁদপুর সদর, জেলা -চাঁদপুর, বাংলাদেশ:বর্তমান: গ্রাম- বিষ্ণুদী (দক্ষিণ জিটি রোড, চাঁদপুর পৌরসভা) , উপজেলা/থানা- চাঁদপুর সদর, জেলা -চাঁদপুরকে ৩১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার পূর্বক মাদক আইনে নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
গত ১৭ জুন দুপুর সাড়ে ৩ঘটিকার সময় সদর মডেল থানায় কমরত এসআই/সালেহ উদ্দিন ও সঙ্গী ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া চাঁদপুর সদর মডেল থানাধীন চাঁদপুর পৌরসভার বাসষ্ট্যান্ড ফয়সাল শপিং মার্কেটের সামনে স্বর্ণখোলা রোডের মাথায় পাকা রাস্তার উপর হইতে আসামী ১. রবিউল হাওলাদার(২৩), পিতা-এনায়েত হাওলাদার, মাতা-আকলিমা বেগম ,স্থায়ী: গ্রাম- পশ্চিম খাগদি, উপজেলা/থানা- মাদারীপুর সদর, জেলা -মাদারীপুর, বাংলাদেশ হইতে ০৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ আসামীকে গ্রেফতার পূর্বক মাদক আইনে নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।