রাঙ্গামাটির ৪টি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানদের গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। তারা সকলে হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ছিলেন।
আজ মঙ্গলবার (২৫ জানুয়ারী) বিকেল সাড়ে ৩টার দিকে শপথ নেয়ার পর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত চেয়ারম্যানরা হলেন- রাঙ্গামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কানন চাকমা, নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমল কান্তি চাকমা, বুড়িঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রমোদ খীসা ও সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুপম চাকমা।
এ বিষয়ে রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জণ ঘোষ বলেন, গ্রেফতারকৃতরা নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত আসামী হওয়ায় তাদের গ্রেফতার করা হয়েছে।
আটককৃত চেয়ারম্যানদের আদালতে প্রেরণ করা হয়েছে।