শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

ড. শফিকুল ইসলামের পিএইচডি ডিগ্রি লাভ – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন ড. শফিকুল ইসলাম। তাঁর গবেষণার বিষয়বস্তু ছিল- ‘নাজীব মাহফুযের কথা সাহিত্যে দেশপ্রেম ও মানবতাবোধ’। গবেষণার তত্তাবধায়ক শিক্ষক ছিলেন প্রফেসর ড. মুহাম্মদ মতিউর রহমান।

 

 

 

গত ১৩ জানুয়ারি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ৫১০ তম সিন্ডিকেট সভায় তাকে এ ডিগ্রি প্রদান করা হয়।

 

 

 

 

তাঁর গবেষণা কর্মের বিশেষজ্ঞ বহিঃনিরীক্ষক ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের আরবি ও ফার্সিয়ান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইশারাত আলী মোল্লা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আব্দুল কাদির।

 

 

 

 

ড. শফিকুল ইসলাম এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে তিনি বগুড়া গাবতলীর বাগবাড়ী এস ইউ ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক হিসেবে কর্মরত আছেন। তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।