শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল | ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

বগুড়ার বসা চাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন আরও ১০ জন।

 

 

 

 

 

আজ বুধবার (২৬ জানুয়ারি) বিকেল ৫টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের মীর্জাপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

 

 

 

 

 

নিহতদের মধ্যে একজন নারী ও চারজন পুরুষ রয়েছেন। তাদের সবার বয়স ২৫-৫০বছরের মধ্যে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

 

 

 

 

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাদের হোসেন জানান, ঢাকা থেকে বগুড়াগামী হানিফ পরিবহনের দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস মীর্জাপুর আমবাগান নামক স্থানে বিপরীত দিক থেকে আসা অটোরিকসাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজির পাঁচজন যাত্রী নিহত ও দশজন যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

 

 

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম জানান, দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। বাসের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে বাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে।