গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা চলেছে ইউপি নির্বাচনী প্রচার-প্রচারণা। এ নির্বাচনে নৌকা প্রতীক প্রার্থীর পক্ষে গণসংযোগে অংশ নেয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব। এসময় চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এবং কর্মী-সমর্থকরা হামলা চালিয়ে উপজেলা চেয়ারম্যানের সরকারি পাজেরো গাড়ি ভাঙচুর করে।
শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পীরেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ষষ্ট ধাপে ইউপি নির্বাচনে ধাপেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল কবির মিন্টু নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে আসছে। তার পক্ষে গণসংযোগে অংশ নেয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব। এসময় ধাপেরহাটের পীরেরহাট নামকস্থানে পৌঁছালে প্রতিদ্বন্দ্বি চশমা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ও স্থানীয় বিএনপির নেতা শহিদুল ইসলাম সিপন ও তার কর্মী-সমর্থকরা সাহারিয়া খাঁন বিপ্লবকে লক্ষ্য করে হামলা চালায়। উপর্যপরি ইটপাটকেলের ঢিলে উপজেলা চেয়ারম্যানের সরকারি পাজেরো গাড়ি ভাঙচুর করে হামলাকারীরা।
এ বিষয়ে চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম সিপনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
ঘটনার শিকার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব গ্রামীণ নিউজ২৪ কে বলেন, পুলিশের উপস্থিতিতে চশমা প্রতীক প্রার্থী শহিদুল ইসলাম সিপন জামায়াত-শিবিরের লোকজন নিয়ে আমার গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।
সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম গ্রামীণ নিউজ২৪ কে বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।