গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ করোনা ও উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় ১১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে জানা গেছে।
আজ শনিবার (২৯ জানুয়ারী) সকালে মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে ওই পাঁচজনের মৃত্যু হয়। এদের মধ্যে একজন করোনায় ও অন্যরা উপসর্গ নিয়ে মারা গেছেন।
কোভিড ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছয়জনসহ কোভিড ইউনিটে মোট ৮৬ জন রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ৪৮ জন করোনা রোগী। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন।