রাত পোহালেই আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৮ ইউনিয়নের ভোট গ্রহন। এবার উপজেলার সবকয়টি ইউনিয়নে ইভিএম মেশিনে অনুষ্ঠিত হবে ভোট।
এই ভোটকে কেন্দ্র করে আজ রবিবার (৩০ জানুয়ারী) চলছে কেন্দ্রে কেন্দ্রে ভোট গ্রহন সামগ্রী বিতরন কার্যক্রম।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ওই সব ইউনিয়ন থেকে রাজনৈতিকভাবে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৮ জন, জাতীয় পার্টির ৫ জন, জাকের পার্টির ২ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ২ জন, জাসদের ১ জন ও স্বতন্ত্র হিসেবে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
এছাড়া মহিলা সংরক্ষিত পদে ১৪৯ ও সাধারণ সদস্য পদে ৪১০ জন প্রার্থী রয়েছে।
উপজেলার ৮ ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ৭৯টি ও ৫৭১টি ভোটকক্ষে ১ লাখ ৭১ হাজার ৫৭২ জন ভোটার রয়েছে।
এর মধ্যে পুরুষ ৮৫ হাজার ৪১ জন ও নারী ৮৬ হাজার ৫৩১ জন তাদের ভোটাধীকার প্রয়োগ করবেন।
এসব তথ্য নিশ্চিত করে সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা লুৎফর রহমান জানান, উপজেলার সবকটি ইউনিয়নে আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরামহীনভাবে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, এ নির্বাচনে ইউনিয়ন অনুসারে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সংখ্যা ইদিলপুর ইউপিতে ৭জন, খোর্দ্দ কোমরপুর ইউপিতে ১১জন, দামোদরপুর ইউপিতে ৫জন, ধাপেরহাট ইউপিতে ৮জন, নলডাঙ্গা ইউপিতে ৬জন, ফরিদপুর ইউপিতে ৬জন, ভাতগ্রাম ইউপিতে ৯জন ও রসুলপুর ইউপিতে ৬জনসহ মোট ৫৯ জন।