বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

আগামীকাল ২১৮ ইউপিতে হবে ভোট – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২

ষষ্ঠ ধাপে দেশের ২১৮ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আগামীকাল সোমবার ভোট অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে শুরু হয়ে টানা বিকেল ৪টা পর্যন্ত টানা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে।

 

 

 

 

নির্বাচন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে ভোটের উপকরণ। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সদস্যরাও মাঠে অবস্থান নিয়েছে।

 

 

 

 

এদিন ২২ জেলার ৪২টি উপজেলায় মোট ২১৮টি ইউপিতে নির্বাচন হচ্ছে। এতে চেয়ারম্যান পদে ১ হাজার ১৯৯ জন, সাধারণ সদস্য পদে ৭ হাজার ৮৪৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২ হাজার ৫৯ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন।

 

 

 

চলমান ইউপি নির্বাচনে ইতোমধ্যে পাঁচ ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে।