সুনামগঞ্জের পৌর শহরে পাওনা টাকা আদায় নিয়ে এক বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু নিহত হয়েছে। নিহত ব্যাক্তির নাম নয়ন মিয়া (২৫)।
আজ রবিবার (৩০ জানুয়ারি) বিকেলে পৌর শহরের পুরাতন বাসষ্টেশন রোডে এই ঘটনা ঘটে। নিহত যুবক পৌর শহরের বড়পাড়া এলাকার কাউসার আহমেদের ছেলে। তবে ঘাতক বন্ধু রেজুয়ান মিয়াকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নয়ন ও ঘাতক রেজুয়ান দুজন বন্ধু ছিলেন। একদিন রেজুয়ান তার সমস্যার কথা বলে এক সপ্তাহের জন্য নয়নের কাছ থেকে বেশ কিছু টাকা ধার নেয়। কিন্তু সেই টাকা ফেরত চাইলে সে নয়নের সাথে খারাপ আচরণ করে।পরে তাকে আজ রবিবার টাকা দিবে বলে তারিখ করে। সে অনুযায়ী নয়ন তার বন্ধু রেজুয়ান কাছে টাকা চাইলে সে টাকা দিবে না অস্বীকার করে এবং এ নিয়ে দুইজনের মধ্যে তর্ক শুরু হলে রেজুয়ানের অন্য বন্ধুরা নয়নকে ধরে রাখে এবং রেজুয়ান তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাওনা টাকা নিয়ে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন হয়েছেন। আমরা ঘাতক বন্ধুকে আটক করেছি। বিস্তারিত তদন্ত শেষে পরে জানানো হবে।