সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক সেমিনার – গ্রামীন নিউজ২৪ কেসিসি নির্বাচনে নৌকার পক্ষে গণসংযোগ জেলা বীরমুক্তিযোদ্ধা সন্তান কমান্ড – গ্রামীন নিউজ২৪ গ্রামীন নিউজ২৪ এর বর্ষপূর্তি পালিত – গ্রামীন নিউজ২৪ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ দরকার – খাদ্যমন্ত্রী – গ্রামীন নিউজ২৪ তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা সীমানায় চীনা যুদ্ধবিমান- গ্রামীন নিউজ২৪ চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন ৩০ জুলাই – গ্রামীন নিউজ২৪ এইচএসসি ও সমমানের পরীক্ষা শোরো ১৭ আগস্ট – গ্রামীন নিউজ২৪ ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ – গ্রামীন নিউজ২৪ আমেরিকান ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন মেসি – গ্রামীন নিউজ২৪ শার্শা সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ আটক ২ – গ্রামীন নিউজ২৪
বিজ্ঞপ্তি :
গ্রামীন নিউজ২৪টিভি পরিবারের জন্য দেশব্যাপী প্রতিনিধি নিয়োগ চলছে। যোগ্যতা এইচ এসসি পাশ, অভিজ্ঞতাঃ ১ বৎসর, আগ্রহীরা যোগাযোগ করুন 01729188818, সিভি ইমেইল করুনঃ grameennews24tv@gmail.com

হোল্ডারের নৈপুণ্যে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের – গ্রামীন নিউজ২৪

খেলাধুলা ডেস্কঃ / ৭৯৩ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২, ২:১৯ অপরাহ্ণ
  • Print
  • টানা চার বলে ৪ উইকেট! আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এমন রেকর্ড এর আগে ছিল কেবল তিন জনের। এবার সেই তালিকায় চতুর্থ বোলার হিসেবে যুক্ত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার জেসন হোল্ডার। তার নৈপুণ্যে ইংল্যান্ডকে ১৭ রানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

     

     

     

     

     

    রবিবার (৩০ জানুয়ারি) ব্রিজটাউনে বাংলাদেশ সময় রাতে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন স্বাগতিক দলের অধিনায়ক কাইরন পোলার্ড। এটি সিরিজ নির্ধারিত ম্যাচ ছিল। আগের চারটি ম্যাচে ২-২ সমতায় ছিল উভয় দল। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৯ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাটিংয়ে নেমে এক বল বাকি থাকতে ১৬২ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা।

     

     

     

     

     

    ক্যারিবীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেছেন জেসন হোল্ডার। শেষ ওভারে জয়ের জন্য ইংল্যান্ডের তখন ২০ রান দরকার ছিল এবং হাতে ৪ উইকেট। এমন সময় হোল্ডারের হাতে বল তুলে দেন পোলার্ড। ওভারের প্রথম বলটি নো হলেও পরের বৈধ বলটিতে কোনো রান পায়নি ইংল্যান্ড। এরপর হোল্ডারের গল্প শুরু। দ্বিতীয় বলে ক্রিস জর্ডান, তৃতীয় বলে স্যাম বিলিংস এবং চতুর্থ বলে আদিল রশিদকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন হোল্ডার। পঞ্চম বলে শেষ ব্যাটার হিসেবে সাকিব মাহমুদকেও বোল্ড করেন এই পেসার। সঙ্গে স্বাগতিকদের জয়ও নিশ্চিত হয়। এছাড়া ৪টি উইকেট শিকার করেছেন আকিল হোসাইন ও একটি নেন ওডেন স্মিথ।

     

     

     

     

     

    ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেছেন জেমস ভিনস। এছাড়া স্যাম বিলিংস ৪১, টম ব্যানটন ১৬ ও মঈন আলি ১৪ রান করেন। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেছেন কাইরন পোলার্ড। এছাড়া রোভম্যান পাওয়েল ৩৫, ব্রেন্ডন কিং ৩৪, কাইল মায়ার্স ৩১ ও নিকোলাস পুরান ২১ রান করেন।

    • আমাদের ইউটিউব পেজ ভিজিট করতে লগইন করুনঃ Grameen news24 Tv

    এ জাতীয় আরো সংবাদ
    এক ক্লিকে বিভাগের খবর