৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৮টি ইউনিয়নের ১ টি ছাড়া বাকী ৭ টিতে নৌকার ভরাডুবি হয়েছে। ধাপেরহাট ইউনিয়ন ছাড়া আর কোথাও নৌকার প্রার্থীরা জয়লাভ করতে পারেনি।
বেসরকারী ভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী নির্বাচিতরা হচ্ছেন, ধাপেরহাটে শফিকুল কবীর মিন্টু
নৌকা, ভাতগ্রাম -মাহফুজার রহমান মাফু স্বতন্ত্র ঘোড়া, রসুলপুর মোঃ রবিউল রবি (স্বতন্ত্র) অটোরিকশা, নলডাঙ্গায়- গফুর আলী জাতীয় পাটি
লাঙ্গল, দামোদোরপুর জাহাঙ্গীর আলম (স্বতন্ত্র)
ঘোড়া, ফরিদপুরে- আব্দুল্যা আল মিলন (স্বতন্ত্র)
মোটরসাইকেল, ইদিলপুর- আব্দুর রহমান (বীর মুক্তিযোদ্ধা) (স্বতন্ত্র) ঘোড়া, খোর্দ্দকোমরপুর- সৈয়দ মঞ্জুরুল ইসলাম রেজোওয়ান (স্বতন্ত্র) মোটরসাইকেল।