৬ষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৪টি ইউনিয়নের দুটিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা। বাকি ২টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছে।
ভোট গণনা শেষে রাত সাড়ে নয়টায় উপজেলার হলরুমে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা সব ফলাফল ঘোষনা করেন। উপজেলার ১ নং বুলাকিপুর ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে সদের আলী খন্দকার ৭৬৬৬ ভোট পেয়ে বেসকরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী, বর্তমান চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান মোটরসাইকেল প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৭৪৪২ ভোট। ৪নং ঘোড়াঘাটে ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে মোঃ আসাদুজ্জামান ভুট্ট ২০৮০ ভোট পেয়ে বেসকরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী আলিফ হাসান অভি আনারস প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ২০২৬ ভোট।
এদিকে বেসরকারি ফলাফলে নির্বাচিত স্বতন্ত্র চেয়াম্যানরা হলো, ২নং পালশা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ কবিরুল ইসলাম আনারস প্রতিক নিয়ে ৫৪৫০ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামন মিঠু সিদ্দিকী মটরসাইকেল প্রতিক নিয়ে পেয়েছেন ৩৪১১ ভোট। ৩নং সিংড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী প্রভাষক মো: সাজ্জাদ হোসেন আনারস প্রতিক নিয়ে ৭৩৩১ ভোট পেয়ে বেসকরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী খন্দকার রুহুল আমিন মিঠু অটোরিক্সা প্রতিক নিয়ে পেয়েছেন ৩৬১৭ ভোট ।