সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মোহনপুর নৌ-ফাঁড়ির চৌকুসতায় ১২৫ কেজি জাটকা সহ আটক ৪ – গ্রামীন নিউজ২৪ ময়মনসিংহ যুবকের গলাকেটে অটোবাইক ছিনতাই – গ্রামীন নিউজ২৪ ভারতের ইন্দোরের একটি মন্দিরের মেঝে ধসে নিহত ১২ – গ্রামীন নিউজ২৪ ইমরান খান তোশাখানা মামলা থেকে মুক্তি পেয়েছেন – গ্রামীন নিউজ২৪ ৮টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আলোচনার জন্য চিঠি দিয়েছে ইসি – গ্রামীন নিউজ২৪ সাপাহারে সরকারি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা উদ্বোধন – গ্রামীন নিউজ২৪ স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় নেওয়ার জন্য প্রধানমন্ত্রী কাজ করে চলেছেন রমেশ চন্দ্র সেন এমপি – গ্রামীন নিউজ২৪ ঠাকুরগাঁওয়ে জেলা পুলিশের উল্লেখযোগ্য কর্মকান্ড ও বিভিন্ন অভিযানিক সাফল্য অর্জন বিষয়ে সংবাদ সম্মেলন – গ্রামীন নিউজ২৪ সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে দু-তিনটি মামলা হয়েছে শুনেছি: স্বরাষ্ট্রমন্ত্রী – গ্রামীন নিউজ২৪ কয়রায় হরিণের রান্না করা মাংস মাথা সহ আটক-২ – গ্রামীন নিউজ২৪
বিজ্ঞপ্তি :
গ্রামীন নিউজ২৪টিভি পরিবারের জন্য দেশব্যাপী প্রতিনিধি নিয়োগ চলছে। যোগ্যতা এইচ এসসি পাশ, অভিজ্ঞতাঃ ১ বৎসর, আগ্রহীরা যোগাযোগ করুন 01729188818, সিভি ইমেইল করুনঃ grameennews24tv@gmail.com

ঘোড়াঘাটে সুদের পাওনা টাকার জেরেই রিসানকে হত্যা, গ্রেফতার ৩ – গ্রামীন নিউজ২৪

এস এম আরিফুল ইসলাম জিমন, বিশেষ প্রতিনিধিঃ / ৬৫৬ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২, ৭:১৬ অপরাহ্ণ
  • Print
  • চাঞ্চল্যকর রিসান হত্যাকান্ডের ২দিনের মাথায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অভিযান পরিচালনা করে মূলহোতা ‘স্বাধীন’ সহ ৩জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

     

     

     

     

     

    সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১৩ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান উপ-অধিনায়ক মেজর সৈয়দ মইদুল ইসলাম। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার রানীগঞ্জ এলাকার বিল্লাল উদ্দিনের ছেলে স্বাধীন উদ্দিন (২৯) এবং অপর দুজন ১৬ ও ১৪ বছর বয়সী দুই কিশোর।

     

     

     

     

     

     

    র‌্যাব-১৩ এর উপ-অধিনায়ক মেজর সৈয়দ মইদুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার মূল পরিকল্পনাকারী স্বাধীন উদ্দিন স্বীকার করেছেন যে, প্রায় দশ মাস আগে সে রিসানকে সুদের বিনিময়ে টাকা ধার দেয়। রিসান প্রথম তিন মাস সুদের টাকা পরিশোধ করলেও পরিবর্তীতে সুদের টাকাসহ মূল টাকা দিতে ব্যর্থ হয়। উক্ত টাকাকে কেন্দ্র করে বিভিন্ন সময় রিসানের সঙ্গে স্বাধীনের দ্বন্দ্ব হয়।একপর্যায়ে এরই জের ধরে গত ২৭ জানুয়ারি স্বাধীন উদ্দিন তার দুই কিশোর বন্ধুকে সঙ্গে নিয়ে রিসানকে হত্যার পরিকল্পনা করেন। পরদিন ২৮ জানুয়ারি রাত আনুমানিক দশটার দিকে আসামি স্বাধীন তার কিশোর বন্ধুদের মাধ্যমে রিসানকে উপজেলার রাণীগঞ্জ বাজারে তার পানের দোকানে ডেকে নিয়ে আসে। এরপর রানিগঞ্জের কশিগাড়ী গ্রামের পাঁচ মাথা মোড়ের নিকট পরিত্যক্ত হোটেলে যেতে বলেন। রিশান উক্ত স্থানে পৌঁছলে, হত্যার মূল পরিকল্পনাকারী স্বাধীন তার পানের দোকান বন্ধ করে আনুমানিক সোয়া দশটার দিকে ঘটনাস্থলে যান। সেখানে আসামি স্বাধীন রিশানের নিকট পাওনা টাকা ফেরত চেয়ে না পেয়ে ধস্তাধস্তির এক পর্যায়ে রাগান্বিত হয়ে ধারালো ছুরি দিয়ে রিসানের গলায় আঘাত করে। এসময় রিসান চিৎকার করে উঠলে স্বাধীনের এক কিশোর বন্ধু রিশানের মুখের ভেতর বালু দিয়ে চেপে ধরে এবং অপর কিশোর তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে তার পায়ের রগ কেটে দেয়। পরে মৃত্যু নিশ্চিত করে পৌনে এগারোটার দিকে রিসানকে রেখে তারা পালিয়ে যায়।

     

     

     

     

     

    ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সিনিয়র এএসপি শরিফ আল রাজীব জানান, হত্যাকান্ডটির পর এলাকার লোকে-মুখে প্রচার হতে থাকে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়, যা চাঞ্চল্যের সৃষ্টি করে। এরই ধারাবাহিকতায় পুলিশ, র‌্যাব সহ বেশ কয়েটি ইউনিট ওই ঘটনার বিষয়ে ছায়া তদন্ত শুরু করে এবং ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ এলাকার ভিন্ন ভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর রিশান হত্যা মামলার রহস্য উদঘাটনসহ হত্যাকান্ডের মূলহোতা ‘স্বাধীন’ ও তার সহযোগী দুই কিশোর বন্ধুকে গ্রেফতার করে র‌্যাব-১৩। পরে ৩১ জানুয়ারী রাতে ঘোড়াঘাট থানায় ৩জন আসামিকে হস্তান্তর করেন তারা।

     

     

     

     

     

    এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসান কবির জানান, ৩১ জানুয়ারী রাতে র‌্যাব-১৩ আসামীদেরকে থানায় জমা দিয়ে গেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় অন্য আর এক আসামি ‘আল আমিন’ এর দেখানো মতে, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় রাণীগঞ্জ গোহাটির দক্ষিন পার্শ্বে মোজ্জামেল হক এর পুকুর থেকে হত্যাকান্ডে ব্যবহার করা চাকুটিও উদ্ধার করেছে পুলিশ। পরে দুপুর ৩টার সময় আসামীদেরকে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন পুলিশের এই কর্মকর্তা।

    • আমাদের ইউটিউব পেজ ভিজিট করতে লগইন করুনঃ Grameen news24 Tv

    এ জাতীয় আরো সংবাদ
    এক ক্লিকে বিভাগের খবর