সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া- “দু-বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাওয়া শিক্ষিত বেকার যুবক আলমগীর কবির” এর চাকুরীর ব্যবস্থা করলো বগুড়া জেলা পুলিশ।
বগুড়ার স্বপ্ন সুপার সপের আউটলেটে ‘ভাতের বিনিময়ে পড়াতে চাওয়া’ আলমগীরের চাকরির ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্ত্তী। জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আজ বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে আলমগীরের সাথে সাক্ষাতকার শেষে এ কথা জানান তিনি।
এদিকে গৃহশিক্ষক আলমগীর কবিরকে বাংলাদেশের বিখ্যাত রিটেল চেইন “স্বপ্ন” এর পুলিশ প্লাজা বগুড়া ব্রাঞ্চে ‘রিসার্চ এসোসিয়েট’ পদে চাকুরী প্রদান করেন স্বপ্নের নির্বাহী পরিচালক জনাব সাব্বির হাসান নাসির।
আজ বুধবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়, বগুড়ায় জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম, পুলিশ সুপার বগুড়া এর উপস্থিতিতে আলমগীর কবিরের হাতে নিয়োগপত্র হস্তান্তর করেন জনাব মোঃ সামসুদ্দোহা শিমুল পরিচালক স্বপ্ন।