খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের নারাণপুর গ্রামে মঙ্গলবার বেলা ১২ টায় মৃত জাহান বকসো গাজীর পুত্র নুর মোহাম্মদ গাজীর নির্মানাধীন পাকা ঘর ভাংচুর ও হামলা চালিয়েছে তার প্রতিবেশীরা। এ মর্মে কয়রা থানায় ১১জনকে আসামী করে মামলা করেছে নুর মোহাম্মদ গাড়ীর পুত্র মোঃ মোশারেফ হোসেন।
এলাকাবাসী ও মামলা সুত্রে জানা যায় যে, খুলনা জেলার কয়রা থানার নারাণপুর মৌজার এস এ ২৬ নং খতিয়ানে ৯৩ নং দাগের জমি নুর মোহাম্মদ গংরা দীর্ঘদিন পূর্বে কোবলা মুলে খরিদ করে বসবাস করে আসছে।
নুর মোহাম্মদ গাজীর ছোট ছেলে লিটন গাজী তাদের জমিতে পুর্বে ভিট করা ছিল সেখানে পাকা ঘর নির্মাণ করতেছিল এমনকি সেই ঘর নির্মানের লিনটন পষন্ত পাকা কাজ করা হয়ে গিয়েছিল। হঠাৎ মঙ্গলবার বেলা ১২ টার দিকে মামলার উল্লেখিত জহুরুল হক, জয়নাল গাজী, কালাম গাজী, শফিকুল গাজী, রফিকুল গাজী, বজলুর রহমান সহ অন্যান্নরা মিলে লাঠি, শাবল নিয়ে দলবদধ হয়ে লিটন গাজীর নির্মানাধীন পাকা ঘর ভাংতে থাকে। এ সময় নির্মানাধীন কাজ বনধ ছিল ও কোন পুরুষ লোক বাড়ীতে ছিল না। নুর মোহাম্মদ গাজীর স্ত্রী বৌমা ও পুতনিরা এ ভাংচুর এর কাজে বাঁধা প্রদান করলে ভাংচুর কারীরা তাদেরকে বেদম ভাবে মারপিট করে। তাদের হাকচিতকার শুনে এলাকাবাসী মারাত্মক জখম অবস্থায় জাহানারা খাতুন, পারুল খাতুন ও খাদিজাকে উদধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে জানতে হামলা কারী বাড়ীতে পুরুষ কাউকে পাওয়া যায়নি তাদের ছহিল উদ্দীন এর পুত্র বধু হামলার কথা অসীকার করেন। কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন বলেন মামলা হয়েছে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।