৩য় হতে ৫ম ধাপে গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলায় অনুষ্ঠিত হওয়া ৩৩ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানের শপথ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকালে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার নবনির্বাচিত ৩৩ টি ইউনিয়নের চেয়ারম্যানগনের শপথ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানগনের শপথ পাঠ করান।
শপথ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপ পরিচালক স্থানীয় সরকার মোছাঃ রোকছানা বেগম, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ প্রধান সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন।