গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৫২৪ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে ৩৯ হাজার ৪৪৫ জনের নমুনা পরীক্ষায় ৯ হাজার ৫২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ দশমিক ৯৫ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৮ লাখ ৪৪ হাজার ৮২৮ জন।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে জানানো হয়, একই সময়ে দেশে নতুন করে সুস্থ হয়েছেন ৬ হাজার ২৮২ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৮৭ হাজার ৩৭৪ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩০ জনের মধ্যে ১৯ জন পুরুষ ও ১১ জন নারী।