কুমিল্লায় লং ভেহিকেলের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নাজিরাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চট্টগ্রামগামী অজ্ঞাতনামা লং ভেহিকেলের সঙ্গে একই দিকে থেকে চলতে থাকা মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলে থাকা দুই আরোহী সড়কে ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আরোহী দুই যুবকের।
নিহতরা হলেন- বুড়িচং উপজেলার পারুয়ারা গ্রামের খোরশেদ আলমের ছেলে মোরশেদ আলম (২৪) ও একই এলাকার লতিফ মিয়ার ছেলে আনন্দ (২০)। নিহত দুজনের লাশ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেছে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ।
ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, দুইজনের লাশ উদ্ধারের পর তাদের পরিচয় শনাক্ত করা হলেও ঘাতক বাহনটিকে শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা বাহনটিকে শনাক্ত করার চেষ্টা করছি।