রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ০৭ নং দেওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন সোহেল এর শীতকালীন কম্বল বিতরণ অব্যাহত।তার- ই ধারাবাহিকতায় দেওপাড়া ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের কদম শহর দেওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দরিদ্র, অসহায় ও গরীব দুঃখী মানুষের মাঝে BDAID এর সহযোগিতায় ০১ ও ০২ নং ওয়ার্ডে কম্বল বিতরণ করেন।
উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , BDAID এর সভাপতি ও রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ, BDAID এর সাধারণ সম্পাদক ও ০৭ নং দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা মোঃ বেলাল উদ্দিন সোহেল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ হেলাল উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক, কৃষক লীগ রাজশাহী জেলা শাখা, মোঃ আনোয়ার হোসেন ( জয় ) বিশিষ্ট ব্যবসায়ী, মোঃ আসাদুল হক মেম্বার ০২ নং ওয়ার্ড, মোঃ রুহুল আমিন সাধারণ সম্পাদক কৃষক লীগ দেওপাড়া ইউনিয়ন পরিষদ, শফিকুল ইসলাম (সকুল ) ০২ নং ওয়ার্ড আওয়ামী লীগ, মোঃ জুয়েল উদ্দিন সাবেক সভাপতি ছাত্রলীগ দেওপাড়া ইউনিয়ন শাখা, মোঃ আব্দুস সোবহান সভাপতি, কৃষক লীগ ০২ নং ওয়ার্ড, মোঃ কামাল হোসেন সাধারণ সম্পাদক, যুবলীগ,০২ নং ওয়ার্ড, মোঃ মাজিরুল ইসলাম আওয়ামী লীগ নেতা ০১ নং ওয়ার্ড, মোঃ জেকের আলী সভাপতি,০১ নং ওয়ার্ড আওয়ামী লীগ, মোঃ নাসিম উদ্দিন ছাত্রলীগ ০১ নং ওয়ার্ড ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত সভায় বক্তব্য রাখেন BDAID এর রাজশাহী জেলার সভাপতি রকি কুমার ঘোষ। তিনি তার বক্তব্যে বলেন এই শীতবস্ত্র বিতরণ BDAID এর সহযোগিতায় বেলাল উদ্দিন সোহেলের মাধ্যমে বিতরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল তার বক্তব্যে বলেন, আমাদের এই উদ্যোগকে স্বাদরে গ্রহণ করবেন এবং যে সকল ব্যক্তি এবার পায়নি তারা আগামীতে পর্যায়ক্রমে পাবেন।
আমি সর্বোচ্চ ভোট এই কদম শহর কেন্দ্রে পেয়েছি এবং আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইন্শাল্লাহ্।