করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে দীর্ঘ লড়াইয়ের পর উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী ‘লতা মঙ্গেশকর’ মারা গেছেন। রোববার সকাল ৮টায় মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। খবরটি নিশ্চিত করেছে টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস আনন্দবাজার সহ বেশ কিছু ভারতীয় গণমাধ্যম। সাত দশক ধরে দর্শক ও সমালোচকের হৃদয় তৃপ্ত করে চলা ভারতীয় সংগীতের এই কিংবদন্তির মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর।
জানুয়ারি মাসের প্রথম দিকে করোনা ভাইরাসে আক্রান্ত হন লতা মঙ্গেশকর। তারপর থেকেই মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। তখন থেকে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে চারিদিকে। ভক্ত, পরিবারের সবাই তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করতে থাকেন।
চিকিৎসকেরাও চেষ্টা করতে থাকেন। অবশেষে সব চেষ্টাকে ব্যর্থ করে না ফেরার দেশে চলে গেলেন উপমহাদেশের কিংবদন্তি এ সঙ্গীত শিল্পী।
‘নাইটিঙ্গেল অব ইন্ডিয়া’ বলে আখ্যা পাওয়া লতা মঙ্গেশকর অর্ধশত বছরের দীর্ঘ ক্যারিয়ারে ভারতের ৩৬টি ভাষায় প্রায় ৩০ হাজার গান গেয়েছেন। পাঁচ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। তাঁর অন্য ভাইবোনেরাও তার পদাঙ্ক অনুসরণ করেছেন এবং তাঁরাও ভারতের নামকরা গায়ক-গায়িকা হয়েছেন। তারা হলেন, আশা ভোঁসলে (বোন), ঊষা মঙ্গেশকর (বোন), মীনা মঙ্গেশকর (বোন), হৃদয়নাথ মঙ্গেশকর (ভাই)।
মধ্য ভারতের শহর ইন্দোরে ২৮শে সেপ্টেম্বর ১৯২৯ সালে জন্ম গ্রহণ করেন লতা মঙ্গেশকর। তারা পিতা ছিলেন একজন গায়ক, থিয়েটারের অভিনেতা এবং মারাঠি ভাষায় গীতিনাট্যের প্রযোজনা করতেন।
১৯৪৩ সালে মারাঠি চলচ্চিত্র ‘গজাবাউ’-তে তিনি ‘কিছু কথা, কিছু শব্দ’ শিরোনামের একটি গান গেয়েছিলেন, যা ছিল চলচ্চিত্রে গাওয়া তার প্রথম গান।
‘মজবুর’ ছবিতে ‘দিল মেরা তোরা’ গানটির পর লতাকে আর পেছনে তাকাতে হয়নি। সংগীতের ইতিহাসে সবচেয়ে বেশি গান রেকর্ডের ইতিহাস আশা ভোসলের। তিনি গেয়েছেন প্রায় ১০ হাজার গান। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে এ রেকর্ড ছোট বোন আশার হওয়ার আগে ছিল লতা মঙ্গেশকরের। লতা গেয়েছেন প্রায় সাড়ে সাত হাজার গান। লতা মঙ্গেশকর ৩৬টি ভাষায় গান করেছেন। এর মধ্যে আছে বাংলাও। ‘প্রেম একবার এসেছিল নীরবে’, ‘আষাঢ় শ্রাবণ মানে না তো মন’, ‘ও মোর ময়না গো’, ‘ও পলাশ ও শিমুল’, ‘আকাশপ্রদীপ জ্বেলে’সহ আরও অনেক বিখ্যাত বাংলা গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
২০০১ সালে লতা মঙ্গেশকর ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ভারতরত্ন অর্জন করেন। ১৯৮৯ সালে তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার লাভ করেন।
লতা মঙ্গেশকরের মৃত্যুতে ২ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আগামীকাল রাজ্যে অর্ধদিবস ছুটি ঘোষণা। আগামী ১৫দিন রাজ্যে বাজবে লতা মঙ্গেশকরের গান।কাল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রবীন্দ্র সদনে লতা মঙ্গেশকরের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে পারবেন অনুরাগীরা