গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে দেশে আক্রান্ত হয়ে আরও ২৯ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৫৮৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৮ হাজার ৮২১ জনের নমুনা পরীক্ষায় ৮ হাজার ৩৪৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক ৫০ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৮ লাখ ৬১ হাজার ৫৩২ জন।
রবিবার (৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ১৫৯ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৬ লাখ ২ হাজার ৫৫০ জন।