পঞ্চম ধাপে অনুষ্ঠিত গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ছয় ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা শপথ গ্রহন করেছেন।
আজ রবিবার (৬ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ছয় ইউনিয়নের সাধারণ সদস্য ৫৩ জন ও সংরক্ষিত মহিলা আসনের ১৮জন সদস্যসহ মোট ৭১জন শপথগ্রহণ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানানো হয়, এদিন এরেন্ডাবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সদস্য শাহজামাল মিয়া শপথ গ্রহন অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।
ফুলছড়ি উপজেলা নির্বাচন অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহি অফিসার দিপায়ন দাস শুভ।
শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ। এসময় আরো উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আলাউদ্দিন, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ কাওসার আলী, ৬ ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তি বর্গ।
শপথ পাঠ শেষে ফুলছড়ি উপজেলা নির্বাহি অফিসার দীপায়ন দাস শুভ, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যগনের উদ্দেশ্যে বলেন তৃণমূলের জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহীত নানা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করতে আপনাদের ভুমিকা অপরিহায্য। পরে ফুল দিয়ে নবনির্বাচিত সকল চেয়ারম্যানকে শুভেচ্ছা জানানো হয়।