চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নলুয়া ইউনিয়নে নির্বাচনি সহিংসতায় এক কিশোর নিহত হয়েছে। নিহত কিশোরের নাম তাসিফ (১২)।
আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ৮ নম্বর ওয়ার্ডের মরফলা বোর্ডকেন্দ্রে এ ঘটনা ঘটে।
সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে দুপুরে ৮ নম্বর ওয়ার্ডের মরফলা বোর্ডকেন্দ্রে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় এক কিশোর নিহত হয়।
সাতকানিয়া থানার ওসি মুহাম্মদ আবদুল জলিল জানান, ভোটকেন্দ্রে দুপক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।