রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রভোস্ট কাউন্সিলের নতুন আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন শহীদ হবিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক জাহিদুল ইসলাম।
বুধবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কাউন্সিলের সদ্য বিদায়ী আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. রওশন জাহিদ আনুষ্ঠানিভাবে দায়িত্ব হস্তান্তর করেন।
জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়কের দায়িত্ব প্রতি ৩ মাস পরপর পরিবর্তন হয়। সে অনুযায়ী ড. জাহিদুল ইসলাম পরবর্তী ৩ মাস এ কাউন্সিলের দায়িত্বে থাকবেন। বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেন। দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কাউন্সিলের সদস্য ও অন্যান্য হলের প্রভোস্টবৃন্দ।
প্রভোস্ট কাউন্সিলের নতুন আহ্বায়ক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম জানান, ‘এটি আসলে সামষ্টিক দায়িত্ব। অন্যান্য হল প্রভোস্টদের সঙ্গে আলোচনার মাধ্যমেই কাজ করতে হয়। হলের আবাসিক শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দিতেই আমরা কাজ করব।’