শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

ঠাকুরগাঁওয়ে ব্রীজ ও সড়ক নির্মাণ কাজের উদ্বোধন – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ব্রীজ ও সড়ক নির্মাণ কাজের ৯টি প্রকেল্পর উদ্বোধন করা হয়। ৯ ফেব্রুয়ারি বুধবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

 

 

 

 

 

 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শাহারুল আলম মন্ডল, সদর উপজেলা এলজিইডি’র প্রকৌশলী ইসমাইল হোসেন, প্রেস কাবের সভাপতি মনসুর আলী, জেলা আ’লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, ট্রাফিক শাখার ইনচার্জ হারুন আল মাসুদ সরকার, সাংবাদিক কামরুল ইসলাম রুবায়েত প্রমুখ। ৯টি প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি ৮ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।