দূর্ণীতির দায়ে অভিযুক্ত পূবালী ব্যাংকের চেয়ারম্যানকে অপসারণ ও গ্রেফতারের দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ডেলটা ইনস্যুরেন্সের নিরীহ গ্রাহকদের ১১৪১ কোটি টাকা লুটপাটকারী পূবালী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান মনজুরুর রহমানকে পূবালী ব্যাংক থেকে অপসারণ করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে আজ ৮ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকাল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে জনগণের টাকা লুুটকারী, দেশ ও জাতির শত্রু দুর্নীতিবাজের ছবিতে ঘৃণা প্রদর্শন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আল মামুন এর সঞ্চালনায় উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আরোও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জালাল, ভাস্কর শিল্পী রাশা, সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মাহিমসহ প্রমুখ নেতৃবৃন্দ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে পূবালী ব্যাংকের চেয়ারম্যানের ছবিতে ঘৃণা প্রদর্শন করা হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের বক্তব্যে সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, “বীর মুক্তিযোদ্ধা পরিবারদের অধিকার আদায়ের আন্দোলন ও সংগ্রামের পাশাপাশি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের জন্য সমাজ ও রাষ্ট্রের সকল অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ করে আসছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। এর ধারাবাহিকতায়, ডেলটা ইনস্যুরেন্সের নিরীহ গ্রাহকদের ১১৪১ কোটি টাকা লুটপাটকারী পূবালী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান মনজুরুর রহমানকে পূবালী ব্যাংক থেকে অপসারণ করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। বিদেশে অর্থ পাচারকারীরা দেশ ও জনগণের শত্রু। দেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য দুর্নীতিবাজরা বিদেশে অর্থ পাচার করেছে। এদের মুখোশ জাতির সামনে উন্মোচন করতে হবে। জনগণের টাকা লুুট করে বিদেশে অর্থ পাচারকারীরা দেশ ও জাতির শত্রু। ধারাবাহিক ভাবে প্রতিটি দুর্নীতিবাজের ছবিতে ঘৃণা প্রদর্শন কর্মসূচী পালন করবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।”
বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার বলেন, “দেশের ডেলটা লাইফ ইনস্যুরেন্সের ২৫ লাখ গ্রাহকের আমানত লোপাট করার অভিযোগ উঠেছে ২০১২ থেকে ১৮ সাল পর্যন্ত বীমা কোম্পানিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্বে থাকা মনজুরুর রহমানের বিরুদ্ধে। যার প্রাথমিকভাবে এখান থেকে ১ হাজার ১৪১ কোটি টাকা লোপাটের প্রাথমিক তথ্য- প্রমাণও পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
পরিবারতন্ত্র কায়েম করে ডেলটা লাইফে হরিলুট করা অভিযোগ থাকার পরেও মনজুরুর রহমান আবার দুর্নীতির পুরুষ্কার হিসেবে পূবালী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন যা দুর্নীতিকে উৎসাহিত করেছে।”
বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জালাল বলেন, “আমানত হারানোর ভয়ে এখন আতঙ্কে আছেন পূবালী ব্যাংকের সাধারণ গ্রাহকরা। ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত বীমা কোম্পানিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন মনজুরুর রহমান। এসময়ে তার চার সন্তানকেই কৌশলে বানিয়েছেন পরিচালক। এরমধ্যে ২০১৭ সালে তার কন্যা আদিবা রহমানকে প্রধান নির্বাহী কর্মকর্তার চেয়ারে বসানো হয়। পরিবারতন্ত্র কায়েমের পরই শুরু হয় অনিয়ম-দুর্নীতি। একপর্যায়ে নানা অভিযোগের মাথায় মনজুরুর রহমান এবং তার সন্তানদের পরিচালনা পর্ষদ থেকে সরিয়ে দেয়া হয়। প্রতিষ্ঠানটিতে প্রশাসক নিয়োগ দেয় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির খোদ প্রধান পরিচালন কর্মকর্তা বলছেন, রক্ষকরাই ছিলেন ভক্ষকের ভূমিকায়। প্রভাব বিস্তারের কাছে সৎ কর্মকর্তারা ছিলেন অসহায়। জনগণের টাকা লুটপাট করার অপরাধে অবিলম্বে মনজুরুর রহমানসহ দুর্নীতির সাথে জড়িত তার পরিবারের সদস্যদের গ্রেফতারের দাবি জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।”
ভাস্কর শিল্পী রাশা বলেন, “এছাড়াও বিশ্বব্যাপী আলোচিত পানামা ও প্যারাডাইস পেপার্সসহ বিভিন্ন মাধ্যমে নাম আসা সন্দেহভাজন বাংলাদেশি অর্থ পাচারকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। সম্প্রতি বিদেশে অর্থ পাচারকারীদের নামের তালিকা হাইকোর্টে দাখিল করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সেই তালিকায় তালিকায় ৬৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম তুলে ধরা হয়েছে। তালিকা করা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ উত্থাপিত হওয়ায় এদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।
কর ফাঁকি দিয়ে নামে-বেনামে সম্পদের পাহাড় গড়া, আইন অমান্য করে দেশের টাকা বিদেশে পাচারকারীরা দেশ ও জনগণের শত্রু। ২০১৬ সালের এপ্রিলে পানামা পেপার্স নামে দুর্নীতির সংবাদ আসে বিভিন্ন সংবাদমাধ্যমে, যেখানে বিশ্বের সাবেক ও বর্তমান শতাধিক রাষ্ট্রনায়ক ও রাজনীতিক, ব্যবসায়ী, খেলোয়াড়, অভিনেতা, শিল্পী অনেকের নাম ছিল। ২০১৭ সালের ৫ নভেম্বর প্রকাশ হয় একই ধরনের আরেকটি তালিকা, যা পরিচিতি পায় প্যারাডাইস পেপার্স নামে। এখনও এই পেপারে থাকা নানা নাম প্রকাশ হচ্ছে। এ দুই জায়গায় বাংলাদেশের বেশ কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম এসেছে।বিএফআইইউর প্রতিবেদনে পানামা ও প্যারাডাইস পেপার্সের ভিত্তিতে যেসব বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম তালিকাভুক্ত করা হয়েছে, সেগুলো হচ্ছে-
আবদুল আউয়াল মিন্টু (মাল্টিমোড লিমিটেড), তার স্ত্রী ফাতেমা নাসরিন আউয়াল এবং তিন সন্তান মো. তাবিথ আউয়াল, মোহাম্মদ তাফসির আউয়াল ও মো. তাজওয়ার আউয়াল, মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের ফয়সাল চৌধুরী, মোঘল ওয়াই ফরিদা, শহিদ উল্লাহ, সামির আহমেদ, সেভেন সিজ অ্যাসেটস লিমিটেড, সোয়েন ইনভেস্টমেন্ট লিমিটেড, ব্রামার অ্যান্ড পার্টনার্স অ্যাসেট ম্যানেজমেন্ট বাংলাদেশ লিমিটেড, ইউনোকল বাংলাদেশ লিমিটেড, ইউনোকল বাংলাদেশ এপপ্লোরেশন লিমিটেড, ইউনোকল শাহবাজপুর পাওয়ার লিমিটেড, এনএফএম এনার্জি (সিঙ্গাপুর) পিটিই লিমিটেড, ইউনোকল বাংলাদেশ।