সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
স্বপ্নের তিস্তা সেতুর ৭৫ ভাগ কাজ সম্পন্ন – গ্রামীন নিউজ২৪ হজ করতে গিয়ে বাংলাদেশের ৮ হজযাত্রীর মৃত্যু – গ্রামীন নিউজ২৪ অবশেষে সমাবেশের অনুমতি পেলো জামায়াতে ইসলামী – গ্রামীন নিউজ২৪ প্রবীণ রাজনীতিবিদ সিরাজুল আলম খানের প্রথম জানাজা অনুষ্ঠিত – গ্রামীন নিউজ২৪ দেশের সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিকল্প নাই- পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং – গ্রামীন নিউজ২৪ জামালপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত – গ্রামীন নিউজ২৪ ক্রমেই শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ – গ্রামীন নিউজ২৪ কয়রায় বায়তুল মামুর জামে মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন এমপি বাবু – গ্রামীন নিউজ২৪ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে লাহিড়ী হাটে পশু কেনাকাটা কম – গ্রামীন নিউজ২৪ বাংলাদেশের রাজনীতির রহস্যপুরুষ সিরাজুল আলম খান আর নেই – গ্রামীন নিউজ২৪
বিজ্ঞপ্তি :
গ্রামীন নিউজ২৪টিভি পরিবারের জন্য দেশব্যাপী প্রতিনিধি নিয়োগ চলছে। যোগ্যতা এইচ এসসি পাশ, অভিজ্ঞতাঃ ১ বৎসর, আগ্রহীরা যোগাযোগ করুন 01729188818, সিভি ইমেইল করুনঃ grameennews24tv@gmail.com

সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি ক্ষমতার অপব্যবহার – গ্রামীন নিউজ২৪

মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ / ৪৪৩ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২, ৯:১০ অপরাহ্ণ
  • Print
  • আ.লীগ প্রার্থীর চেয়ে দ্বিগুণ ভোট পেয়ে সাতক্ষীরা পৌরসভার মেয়র হলেন বিএনপির তাজকিন আহমেদ চিশতি।

     

     

     

     

     

     

    সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, স্বজনপ্রীতি ও পৌরসভার ভাবমূর্তি ক্ষুন্ন করার বিরুদ্ধে ১১ জন কাউন্সিলরের আনা অভিযোগ মিথ্যা প্রমাণে ব্যর্থ হয়ে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। মঙ্গলবার পৌরসভার কাউন্সিলরদের পক্ষ থেকে প্যানেল মেয়র কাজী ফিরোজ আহমেদ দৈনিক গণমাধ্যমকে এ কথা বলেন।

     

     

     

     

     

     

     

    তিনি বলেন, গত ১৩ জানুয়ারি-২০২২ কাউন্সিলরদের পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দুর্নীতি অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ করা হয়। সেই অভিযোগের তদন্ত চলছে। সেই অভিযোগ ধামাচাপা দিতে সবধরণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে এখন কাউন্সিলরদের বিরুদ্ধে বিষোদগার করছেন।

     

     

     

     

     

     

     

    গত ছয় বছরে পৌরসভার বিভিন্ন খাত থেকে ৩২ কোটি ৯২ লাখ ৫ হাজার ৭৯৯ টাকার অনিয়ম, দুর্র্নীতি, আত্মসাত ও বিধিবহির্ভূত ব্যয়ের অভিযোগ আনা হয়েছে কাউন্সিলরদের পক্ষ থেকে।

     

     

     

     

     

     

     

    প্যানেল মেয়র কাজী ফিরোজ আহমদ বলেন, মেয়র তাজকিন আহম্মেদ চিশতি সাংবাদিকদের কাছে ১ ও ২ নং ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তার মধ্যে রয়েছে মিনি মার্কেটে দোকান বরাদ্দের বিষয়। এই দোকান বরাদ্দ হয় ১৯৭৬ সালে। কাউন্সিলর সৈয়দ মাহামুদ পাপার বাড়ি মার্কেট সংলগ্ন হওয়ায় তিনি বিধি মোতাবেক দোকান ঘর বরাদ্দ নেন এবং এর বহুদিন পরে তিনি কাউন্সিলর হন।

     

     

     

     

     

     

     

    এছাড়া কাউন্সিলর কামারুজ্জামান হিমেল গত নির্বাচনে কাউন্সিলর হয়েছেন। তার বাবা বিশিষ্ট রাজনীতিবীদ আশরাফুজ্জামান আশু ও তাঁর স্ত্রী ১৫-১৬ বছর পূর্বে দুটি দোকান ঘর বরাদ্দ নিয়ে ব্যবসা করছেন। এখন তাঁদের বিরুদ্ধে এ ধরণের অভিযোগ আনা রীতিমত হাস্যকর।

     

     

     

     

     

     

     

    প্যানেল মেয়র কাজী ফিরোজ আহমেদসহ ১১ জন কাউন্সিলর স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মেয়র তাজকিন আহমেদ চিশতির বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন সেগুলোর কথা উল্লেখ করে বলেন, প্রত্যেকটি অভিযোগের স্বপক্ষে সুনির্দিষ্ট তথ্য প্রমান রয়েছে এবং তদন্তে তা প্রমান হবে। একারণে মেয়র চিশতি ভুল বকতে শুরু করেছে।

     

     

     

     

     

     

     

    এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গত ১৩ জানুয়ারি ২০২২ তারিখে কাউন্সিলরদের পক্ষ থেকে যে অভিযোগগুলো আনা হয়েছে তার মধ্যে রয়েছে, পৌর আইন উপেক্ষা করে সম্পূর্ণ একক ক্ষমতায় মেয়র চিশতি তার কর্মকালে ৭৬ লাখ ৫৬ হাজার ৯০২ টাকা পানির বিল মওকুফ করে পৌরসভার আর্থিক ক্ষতি সাধন করেছেন। কিন্তু পৌরসভার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে সাড়ে ৫ কোটি টাকা। এছাড়া পৌর পানি সরবরাহ শাখার কর্মচারীদের দু’মাসের বেতন বকেয়া আছে। তার এরূপ কর্মকান্ড স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন ২০১০ এর ৩১(১) (খ) (ঘ) এর সুস্পষ্ট লংঘন।

     

     

     

     

     

     

     

    অভিযোগে বলা হয়েছে, বর্তমান মেয়র অবৈধ সিন্ডিকেট করে তার দলীয় পছন্দের ব্যক্তিদের নিকট হাট-বাজার ইজারা প্রদান করেছেন। তাদের নিকট থেকে অনৈতিক সুবিধা নিয়ে কোন ইজারা গ্রহীতার সাথে চুক্তিপত্র সম্পাদন করেননি। হাট-বাজার ব্যবস্থাপনা নীতিমালা অনুসারে দরপত্র দাতা অবহিত হওয়ার ৭ কার্যদিবসের মধ্যে সমুদয় অর্থ প্রদানের বিধান আছে। কিন্তু মেয়র সম্পূর্ণ বিধি-নিষেধ পরিপন্থীভাবে হাট-বাজার ইজারা গ্রহীতা গণের নিকট প্রায় ১ কোটি ১৮ লাখ ৯৫ হাজার ৯৭১ টাকা বকেয়া রেখেছেন। এটা সম্পূর্ণভাবে আইনের বরখেলাপ।

     

     

     

     

     

     

     

    অভিযোগে আরো বলা হয়েছে, সাতক্ষীরা পৌরসভার মোট ৯টি পাবলিক টয়লেট আছে। মেয়র তাজকিন আহমেদ দায়িত্ব গ্রহণের পর থেকে কোন পাবলিক টয়লেট ইজারা দেননি। এমনকি খাস কালেকসনের মাধ্যমে উপার্জিত একটি টাকাও পৌর কোষাগারে জমা প্রদান করেননি। এছাড়া পৌরসভার মোট ১৬.৬১২ টি খানা বিদ্যমান। প্রতিটি খানা থেকে প্রতি মাসে ৫০, ৮০ ও ১০০ টাকা করে সংগ্রহ করা হয়। উক্ত হিসাব মতে বিগত ৫ বছর মেয়র ও কনজারভেপি সুপারভাইভার এর সাথে পারস্পরিক সমঝোতার মাধ্যমে ১৩ কোটি ২৮ লাখ ৯৬ হাজার টাকা আত্মসাত করেছেন। বিগত ৩ বছরের কোন টাকা জমা প্রদান না করে আত্মসাৎ করেছেন মেয়র মো. তাজকিন আহমেদ।

    • আমাদের ইউটিউব পেজ ভিজিট করতে লগইন করুনঃ Grameen news24 Tv

    এ জাতীয় আরো সংবাদ
    এক ক্লিকে বিভাগের খবর