গাইবান্ধার পলাশবাড়ীতে বড় ভাইয়ের হাতে ছোট ভাইকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় বড় ভাইকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন গাইবান্ধা জ্যেষ্ঠ দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক।
আজ ১০ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ রায় ঘোষণা করা হয়। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত যুবকের নাম তানজির আহমেদ। তিনি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ভবানিপুর গ্রামের সাবু মিয়ার বড় ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ প্রিন্স রায় ঘোষনার ব্যাপারে সাংবাদিকদের বলেন, ‘মামলা তদন্ত শেষে পুলিশ তানজিরের নামে আদালতে অভিযোগপত্র দেয়। শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দোষ প্রমাণিত হওয়ায় বিচারক আজ এ রায় দিয়েছেন।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারী ২০২০ সালের গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে শাওন হাসান (৩৭) নামে এক যুবকের মরদেহ উপজেলার বরিশাল ইউনিয়নের ভগবানপুর গ্রামের একটি বায়োগ্যাস প্লান্ট থেকে উদ্ধার করা হয়। নিহত শাওন একই গ্রামের সাবু মিয়ার ছেলে। শাওন কোমরপুর বাজারে দীর্ঘদিন ধরে মনোহরী ব্যবসা করে আসছিলেন।