গত বছরটা দারুণ কাটিয়েছে আর্জেন্টিনা। তাদেরকে হারাতে পারেনি কেউ। তাতে কাতার বিশ্বকাপে অংশ নেওয়ার টিকিটও নিশ্চিত হয়ে যায়।
এর আগে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলে ২৮ বছরে দুঃখ ঘুচায় মেসির দল।
নতুন বছরেও সাফল্যের ধারাবাহিকতা দেখিয়েছে দলটি। লিওনেল মেসিকে ছাড়া গত জানুয়ারিতে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলে জিতেছে আর্জেন্টিনা।
আর এতেই র্যাংকিংয়ের সেরা চারে ফিরে এসেছে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা।
বৃহস্পতিবার বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে চলতি বছরের প্রথম র্যাংকিং।
দীর্ঘ চার বছর পর সেরা চারে ফিরল আর্জেন্টিনা। সবশেষ ২০১৮ সালে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে দলটি অবস্থান ছিল সেরা চারে। তবে সেই বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেওয়ায় এক ধাক্কায় সেরা দশের বাইরে চলে যায় আর্জেন্টিনা।
২০২২ সালে প্রকাশি প্রথম র্যাংকিংয়েও প্রথম অবস্থানে আছে বেলজিয়াম। তাদের পয়েন্ট ১৮২৮.৪৫। এরপর ব্রাজিল (১৮২৩.৪২) ও ফ্রান্সের (১৭৮৬.২৫) অবস্থান। এক ধাপ নেমে ইংল্যান্ডের অবস্থান পাঁচে।