ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে শীতার্তদের মাঝে ৫০০ (পাঁচশত) কম্বল বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এম পি।
ময়মনসিংহ জেলা প্রশাসক জনাব মোহাম্মদ এনামুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ইউসুফ খান পাঠান,চেয়ারম্যান জেলা পরিষদ, আওয়ামীলীগ জেলা শাখার সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, আওয়ামীলীগ মহানগর, ময়মনসিংহ শাখার সভাপতি জনাব মো: এহতেশামুল আলম।
আরও উপস্থিত ছিলেন মো: জাহাঙ্গীর আলম, উপ-পরিচালক (স্থানীয় সরকার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব পুলক কান্তি চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব খন্দকার ফজলে রাব্বি ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।