সামাজিক যোগাযোগ মাধ্যম “ফেসবুকের” মাধ্যমে খবর পেয়ে রবিবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় রামপাল উপজেলার ১০ নং বাঁশখালী ইউনিয়নে সুন্দরপুর গ্রামের মৃত সতিন্ধ্রনাথ চন্দ্র মিস্ত্রি এর ছেলে রবিন্দ্রনাথ মিস্ত্রি (৬০) বাড়িতে থাকা খামারে অভিযান চালিয়ে (০৯) নয়টি বেগুনি তাকিন পাখি ও দুটি ডিম উদ্ধার করেন ওয়াইল্ড ক্রাইম কন্ট্রোল ইউনিট wccu!
অভিযান পরিচালনা কালে ১০ নং বাঁশখালী ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড ইউপি সদস্যের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করেন। বন্যপ্রানী পরিদর্শক, বন্যপ্রানী অপরাধ ইউনিট আব্দুল্লাহ সাদিক সহ মোট চারজনের একটি চৌকস দল এই উদ্ধার কাজ পরিচালনা করেন। এছাডাও বিভিন্ন পর্যায়ের মানুষের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা হয়।