গাইবান্ধা সদর উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এটি হত্যা নাকি আত্নহত্যা তা নিয়ে চলছে আলোচনার ঝড়। উক্ত গৃহবধুর নাম সুমনা আকতার (২৮)।
আজ রবিবার (১৩ ফেব্রুয়ারী)সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার খোলাহাটী ইউনিয়নের চকমামরোজপুর গ্রামের নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় থাকা অবস্থায় উক্ত গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়। সুমনা আকতার ওই গ্রামের আনছার আলীর ছেলে সোহেল রানা (৪০) স্ত্রী এবং রামচন্দ্রপুর ইউনিয়নের বড় দুর্গাপুর গ্রামের আব্দুর রহিম মৃধার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ৩টি চকলেট নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ঘটে। এরপর আজ রবিবার সকালে তার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় শাড়ি প্যাঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।তবে মৃত সুমনা আকতারের দুইপা মেঝেতে দাড়ানো অবস্হায় ছিল এবং স্বামী সোহেল রানা গা ঢাকা দেয়ায় মৃত্যুর প্রকৃত কারন কি তা জানা সম্ভব হয়নি।
এদিকে, সুমনার বাবার বাড়ির লোকজনের দাবি, বিয়ের পর থেকে যৌতুকের জন্য নানাভাবে নির্যাতন করে চলছিল স্বামী সোহেল রানা। এ নিয়ে তাকে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখা হতে পারে বলে ধারণা করছে নিহতের পরিবার।
এ বিষয়ে স্বামী সোহেলা রানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি এবং তার পরিবারের লোকজন এ ব্যাপারে কিছু বলতে রাজি হয়নি।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুর রউফ জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।