দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ও আক্রান্তের রেকর্ড হয়েছে। দেশে ভারতীয় ভেরিয়েশন ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ায় সংক্রমনের হার উর্দ্ধগতির দিকে। এই অবস্থায় দেশের আপামর জনগনকে বাঁচাতে সরকার সর্বাত্মক লকডাউনের মেয়াদ আরো ৭ দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে আজ।
দেশে গত ২৪ ঘন্টায় রেকর্ড ১৬৪ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃত্যু ১৫ হাজার ২২৯জন। এই সময় ৩৪ হাজার নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছে ৯৯৬৪ জন। যা একদিনে আক্রান্তদের হিসাবে রেকর্ড। পরীক্ষার হিসেবে আক্রান্তের হার ২৯.৩০%।
সর্বাত্মক লকডাউনের পঞ্চম দিন আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।