নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের এশিয়ান হাইওয়ে সড়কে ট্রাক চাপায় পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতের পুলিশ সদস্যের নাম আফাজউদ্দিন।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পাকুন্ডা এলাকায় তাকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে নিহত হন তিনি। নিহত পুলিশ সদস্য তালতলা তদন্ত কেন্দ্রে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম খাঁন জানান, লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উর্ধবতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।