শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

সাতক্ষীরা সীমান্তে ২৩ কেজি রুপার গহনা জব্দ – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২

সাতক্ষীরার কেড়াগাছি সীমান্তের মজুমদার খাল থেকে ২৩ কেজি রুপার গহনা জব্দ করেছে বিজিবি। শুক্রবার সকালে এ জব্দের ঘটনা ঘটে।

 

 

 

 

 

 

 

 

 

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, কাঁকডাঙ্গা বিওপি’র টহল কমান্ডার সিদ্দিকুর রহমান সীমান্তের মজুমদার খাল এলাকায় টহল দিচ্ছিলেন। অজ্ঞাত চোরাকারবারীরা টহলরত দলকে ধাওয়া করতে দেখে ভারত থেকে আনা রুপার গহনার ৩টি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা প্যাকেটটি জব্দ করে। প্যাকেটে ২৩ কেজি রুপার গহনা রয়েছে। যার মুল্য প্রায় ৩০ লাখ টাকা।

 

 

 

 

 

 

 

 

 

তবে এঘটনায় কোন চোরাবারকারীকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত রুপার গহনা সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে বলে জানান অধিনায়ক।