শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

বাগেরহাটে বন্যপ্রাণী অপরাধ দমন ও ফরেনসিক বিষয়ক ১০ দিন ব্যাপি প্রশিক্ষণ – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২

বাগেরহাটে বন্যপ্রাণী অপরাধ দমন ও ফরেনসিক ব্যবস্থাপনা বিষয়ক ১০ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে! আজ ১৮ ফেব্রুয়ারি রোজ শুক্রবার বাগেরহাট জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রে সকাল ১১টার সময় এই সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সকল প্রশিক্ষনার্থীদের সনদপত্র প্রদান করা সহ বিভিন্ন কার্যক্রমের পুরুস্কৃত করা হয়।

 

 

 

 

 

 

 

 

আজ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বি এনডাব্লিউপিসি ও বিএমএ বাগেরহাট এর সভাপতি ডা মোসারফ হোসেন।

 

 

 

 

 

 

 

 

প্রধান প্রশিক্ষক যুব উন্নয়ন অধিদপ্তর মোঃ শরিফুল ইসলাম। মৎস্য বিশেষজ্ঞ বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষন বিভাগ খুলনার মফিজুর রহমান চৌধুরী। বিএনডাব্লিউপিসি ও বাগেরহাট ফিল্ম সোসাইটির আবদুল্লাহ বনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বন্যপ্রানী পরিদর্শক, বন্যপ্রানী অপরাধ দমন ইউনিট আব্দুল্লাহ আস সাদিক। অনুষ্ঠানে শেষ পযার্য়ে প্রশিক্ষনার্থীদের সদস্যের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বন্যপ্রানী পরিদর্শক, বন্যপ্রানী অপরাধ দমন ইউনিট আবদুল্লাহ আস সাদিক বলেন আমরা বাংলাদেশের বন্যপ্রাণী রক্ষায় সুন্দরবন সংলগ্ন এলাকার বাগেরহাটের সকল উপজেলার পরিবেশ কর্মী ও সামাজিক কিছু সংগঠন থেকে ত্রিশ জনের একটা গ্রুপ কে নিয়ে আমরা বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিট, বন অধিদপ্তরের পক্ষ থেকে প্রশিক্ষণের আয়োজন করি। তিনি আরো বলেন আমরা আশা করি এই প্রশিক্ষণের মাধ্যমে বন্যপ্রানী সম্পর্কে তাদের মধ্যে ধারণা আসবে কিভাবে বন্যপ্রানী রক্ষায় কাজ করা যায় এবং ওর ফলে বাগেরহাটকে বন্যপ্রাণী অপরাধ দমন মুক্ত জেলা হিসেবে গড়ে তোলা যাবে।