জাতীয় পার্টি, কয়রা উপজেলা শাখার উদ্যোগে অমর একুশে ফেব্রুয়ারি/ ২০২২ পালন উপলক্ষে প্রস্তুতি সভা উপজেলা দলীয় কার্যালয়ে গতকাল শনিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।
উপজেলা আহবায়ক শেখ ছদর উদ্দীন আহমেদ সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সদস্য সচিব জিএম আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা শফিকুল ইসলাম। এতে বক্তব্য রাখেন জেলা জাপার কৃষি বিষয়ক সম্পাদক গাজী ইসহাক আলী, উপজেলা সহ-সভাপতি মাস্টার শামসুদ্দীন আহমেদ, এম, রফিক সিরাজ, কয়রা সদর ইউনিয়নের সভাপতি ঢালী কামরুল ইসলাম, বাগালী ইউনিয়নের সভাপতি মোঃ আমজাদ হোসেন, দঃ বেদকাশী ইউনিয়ন সভাপতি জি,এম রেজওয়ানুল করিম, উঃ বেদকাশী ইউনিয়ন সভাপতি মোল্যা ইনতাজ আলী, মহারাজপুর ইউনিয়নের সভাপতি ডাঃ রুহুল আমিন, জাতীয় ওলামা পার্টির উপজেলা সভাপতি মাওঃ আব্দুর রহিম, আমাদী ইউনিয়ন সভাপতি মোঃ হাসানুর রহমান, জাতীয় যুব সংহতির উপজেলা সাধারণ সম্পাদক এসএম লুৎফর রহমান প্রমুখ। সভায় আন্তর্জাতিক মাতৃভাষা পালন উপলক্ষে এবং তৃনমূল সংগঠন জোরদার করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়।