সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য মোংলার গর্ব পি.ডি.এম. ফাউন্ডেশন এর চেয়ারম্যান আমেরিকা প্রবাসী দিপংকর মৃধা দিপু’কে সংবর্ধনা প্রদান করেছেন মোংলা স্টুডেন্টস ক্যাটারস পরিবার। শনিবার বিকাল ৫টায় মোংলা স্টুডেন্টস ক্যাটারস এর নিজস্ব কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আজিজ মোড়ল, সহ-সভাপতি মেহেদী বাবু, সহ-সভাপতি জয়নাল আবেদীন, দুলাল ফকির, সাইদুর রহমান হাকিম, হেলাল ফকির, তুহিন শিকদার, সদস্য ইসমাইল হোসেন, নূর জামাল, সাজ্জাদ হোসেন রুদ্র, ইমরান, রিপন, বেল্লাল, শিমুল সহ অনেকেই।
দিপু মৃধা- দিনমজুর, রিকশা-ভ্যান চালক অসহায়, অতিদরিদ্র ছিন্নমূল মানুষ সহ বিভিন্ন পেশার নিম্ন আয়ের শ্রমজীবী মানুষদের সহায়তা করে আসছেন।
পি.ডি.এম. ফাউন্ডেশনের পক্ষ থেকে মানুষের কর্মসংস্থানের পাশাপাশি মানবতার সেবায় অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি। বিশেষ করে বিভিন্ন দুর্যোগের সময় অসহায় দরিদ্রদের সাহায্য করেছে পি.ডি.এম. ফাউন্ডেশন। করোনা পরিস্থিতিতে মোংলা সহ পার্শবর্তি উপজেলাতে খাদ্য সামগ্রী সহ স্বাস্থ্য সেবা সামগ্রী প্রদান এবং মোংলার বিভিন্ন অঞ্চলের অতিদরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ দিয়েছেন পি.ডি.এম. ফাউন্ডেশন। দিপু মৃধা আরো ঘোষণা দেন চাঁদপাই মেছের শাহ্ মাধ্যমিক বিদ্যালয় অতিদরিদ্র শিক্ষার্থীদের জন্য একটা ট্রাস্ট প্রতিষ্ঠা করবেন।