চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের এরশাদ আলীর ছেলে আব্দুল কালাম ওরফে কালু (৩৮) নামে এক জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের মির্জাপুরের আরিবিলে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে সুরতাহালের জন্য মর্গে পাঠায়।
শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ জুবায়ের আহমেদ জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট এর জন্য মর্গে পাঠানো হয়েছে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।