সাতক্ষীরায় ‘আর্সেনিক রোগীদের সচেতনতা সৃষ্টি ও চিকিৎসা ব্যবস্থাপনা’ শীর্ষক প্রকল্পের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় প্রকল্প পরিচালকের সাথে নবজীবন কনফারেন্স হলে এ সূচনা সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথের সভাপতিত্বে ‘আর্সেনিক রোগীদের সচেতনতা সৃষ্টি ও চিকিৎসা ব্যবস্থাপনা’ শীর্ষক প্রকল্পের সার্বিক বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক জহিরুল ইসলাম, নব জীবনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ খান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান, নব জীবন নির্বাহী কমিটির সভাপতি শামসুল খান, নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান, রনজিনা বেগম, আফরোজার রহমান খান চৌধুরী, ডা. আব্দুস সালাম প্রমুখ।
সভায় উপস্থিত সকলে প্রকল্প বাস্তবায়ন সম্পর্কিত দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন।
এসময় বক্তারা প্রকল্পের যে উদ্দেশ্য সেটা বাস্তবায়নের জন্যে সহযোগীতামূলক কার্যক্রমের আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আর্সেনিক রোগীদের সচেতনতা সৃষ্টি ও চিকিৎসা ব্যবস্থাপনা’ প্রকল্পটি সাতক্ষীরা ও চাঁদপুর জেলার ১২টি থানায় বাস্তবায়িত হবে। ওই প্রকল্পে আর্সেনিকোসিস রোগীরা বিনামূল্যে নিউট্রিসিডিটি ক্যালস ও লোসন পাবে।