মোংলায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় সাংসদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।
একুশের প্রথম প্রহরে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি এ শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন। এরপর একে একে সেখানে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানসহ নানা সংগঠন।
এর আগে রবিবার সন্ধ্যায় শহীদ মিনার চত্বরে তিন দিনব্যাপী অমর একুশে বই মেলার উদ্বোধন করেন উপমন্ত্রী হাবিবুন নাহার। মোংলায় সরকারী-বেসরকারী উদ্যোগে নানা কর্মসূচীর মধ্যদিয়ে মহান একুশে ফেব্রুয়ারি পালিত হচ্ছে।