শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

লাকসামে শহীদ বেদীতে ফুল দেওয়া নিয়ে বিএনপির দুগ্রুপে সংঘর্ষ – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২

শহীদ বেদীতে ফুল দিতে গিয়ে লাকসামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ সংলগ্ন শহীদ মিনারে ফুল দিতে গিয়ে সাবেক এমপি কর্নেল আজিম ও বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম (চৈতি কালাম) গ্রুপের মধ্যে এ সংঘর্ষ বাধে। এ ঘটনায় উভয় পক্ষ পরস্পরকে দোষারোপ করছে।

 

 

 

 

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮টায় আজিম গ্রুপের নেতাকর্মীরা পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম খোকনের নেতৃত্বে শহীদ বেদীতে ফুল দিতে যায়। কিছুক্ষণ পর চৈতি কালাম গ্রুপের নেতাকর্মীরা পৌরসভা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম মানুর নেতৃত্বে শহীদ মিনারে উপস্থিত হয়। পরে শহীদ বেদীতে ফুল দিতে গিয়ে উভয় পক্ষের কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এ সময় পুলিশের উপস্থিতিতে বেদীতে ফুল দিয়ে উভয় গ্রুপ শহীদ মিনার এলাকা ত্যাগ করে।

 

 

 

 

 

 

পরে সদর হাসপাতালের সামনে দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষকালে অনেককে ডাকাতিয়া নদীতে ঝাঁপ দিয়ে আত্মরক্ষা করতে দেখা যায়। এতে উভয় গ্রুপের অন্তত ৫ জন আহত হয়।

 

 

 

 

 

এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভূইয়া বলেন, এমন ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।