শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

৫ ভাইয়ের চলে যাওয়ার ১৪ দিন পরে চলেগেলেন রক্তিম শীল – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২

দুর্ঘটনার পর আইসিইউতে ১৪ দিন চিকিৎসাধীন তাকার পর অবশেষে না ফেরার দেশে চলে গেছেন চকরিয়ার মালুমঘাটে পিক-আপ চাপায় আহত রক্তিম শীলও। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানান রক্তিমের বোন জামাই খগেশ চন্দ্র খোকন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

সড়ক দুর্ঘটনায় পাঁচ ভাইয়ের মৃত্যুর পর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১৪ দিন চেষ্টার পরও তাকে জীবিত ফেরানো যায়নি। গত ৮ ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় তিনি আহত হয়েছিলেন।

 

 

 

 

 

 

 

 

 

 

চমেকের আইসিইউ বিভাগের চিকিৎসক ডা. হারুনুর রশিদ গণমাধ্যমকে বলেন, সকাল ১০টার দিকে রক্তিম শীলের মৃত্যু হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারলাম না।

 

 

 

 

 

 

 

 

 

 

গত ৮ ফেব্রুয়ারি ভোরে কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় রক্তিম সুশীলের ভাই অনুপম শীল, নিরুপম শীল, দীপক শীল, চম্পক শীল ও স্মরণ শীল নিহত হন। একই দুর্ঘটনায় আহত রক্তিমকে ওই দিনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

 

 

 

 

 

 

 

 

এদিকে পাঁচ ভাইকে চাপা দেওয়া পিকআপ ভ্যানের চালক সাহিদুল ইসলাম ওরফে সাইফুলকে চলতি মাসের ১১ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করেছে র‍্যাব।