মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির বালিগাঁও-মাওয়া সড়কের তৌলকাইয়ে সিএনজিচালিত অটোরিকশা ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছেন। এ ছাড়া এক শিশু গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মাদারীপুরের শিবচর থানাধীন নুরু মাস্টার কান্দির শহিদুল ইসলামের স্ত্রী শিউলী বেগম (৪৫), মেয়ে পুতুল আক্তার (২০)।এতে গুরুতর আহত শিশু আনিছা (২)।
জানা গেছে, হতাহতরা জেলার মোক্তারপুর থেকে অটোরিকশাযোগে মাওয়া যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা ড্রাম ট্রাকটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টঙ্গীবাড়ি থানার ওসি মোল্লা সোহেব আলী জানান, মাওয়াগামী অটোরিকশাটি বালিগাঁও বাজারের আগে তৌলকাই সেতুর কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মা ও মেয়ে নিহত হন। এতে আহত হয় নাতি।
এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে।