শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

ইসি গঠনে ১০ নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২

প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদের জন্য ১০ জনের নাম সুপারিশ করেছে সার্চ কমিটি। এই ১০ জনের তালিকা থেকে পাঁচজন চূড়ান্ত করার জন্য পাঠানো হচ্ছে রাষ্ট্রপতির কাছে।

 

 

 

 

 

 

 

 

 

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই বৈঠক হয়।

 

 

 

 

 

 

 

 

 

১০ জনের তালিকা থেকে পাঁচজনকে নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

 

 

 

 

 

 

 

 

এর মধ্যে একজন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং চারজন হবেন নির্বাচন কমিশনার।

 

 

 

 

 

 

 

 

 

কমিটির প্রধান বিচারপতি ওবায়দুলের সভাপতিত্বে বৈঠকে কমিটির বাকি পাঁচ সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন অংশ নেন।