শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

ঠাকুরগাঁওয়ে আবাসিক ফুটবল প্রশিক্ষণের সমাপনী – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২

ঠাকুরগাঁও জেলায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় জেলায় আবাসিক ফুটবল প্রশিক্ষণ অনুর্দ্ধ-১৫ এর সমাপনী অনুষ্ঠিত হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

২৩ ফেব্রুয়ারি বুধবার মথুরাপুর পাবলিক হাই স্কুল মাঠ প্রাঙ্গনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের মাঝে সনদপত্র বিতরন করা হয়। ঠাকুরগাঁও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সমাপনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত বুয়ার সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, বিশেষ অতিথি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী বাদল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, শিক্ষক আমিরুল ইসলাম, প্রশিক্ষনের কোচ খায়রুল বাশার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঠাকুরগাঁও জেলা ক্রীড়া অফিসার মো: রেজাউল করিম। অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক, সহকারী কোচ, প্রশিক্ষণে অংশগ্রহনকারী খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

৫ দিন ব্যাপী এ আবাসিক ফুটবল প্রশিক্ষণ শেষে জেলার বিভিন্ন উপজেলার মোট ২৪ জন ক্ষুদে খেলোয়াড়ের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।