রুশ বাহিনীর হামলায় সাতজনের মৃত্যুর হয়েছে দাবি করেছে ইউক্রেন পুলিশ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
পুলিশ জানায়, পোডিস্ক এলাকার একটি সামরিক ইউনিটে রুশ বোমা বিস্ফোরণ হয়। নিহতদের মধ্যে ৬ জন ওদেশা এলাকার। অন্য একজন মারিউপোল শহরে। এখন পর্যন্ত ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ১৯ জনের কোনো তথ্য আমাদের কাছে নেই।
বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলে রুশ সেনাবাহিনীর পাঁচটি বিমান এবং একটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর নির্দেশ দেওয়ার পর এসব বিমান এবং হেলিকপ্টার ইউক্রেনের আকাশসীমায় ঢুকে পড়েছিল বলে দাবি করেছে কিয়েভ।