আগামী ১৪ মার্চ ফুলছড়ি উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিলকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ এর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আমিন এর সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নয়া মিয়া ও মোকলেছুর রহমান, যুগ্ম-সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ ও ফিরোজ কবির সাকা, সাংগঠনিক সম্পাদক এসএম জাভেদ, দপ্তর সম্পাদক সুমন মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ টিটু মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল বিন ওয়াহেদ ফিরোজ, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক ও উড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালু সহ ফুলছড়ি উপজেলার ৭টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
সভায় বক্তারা বলেন, আগামী ১৪ মার্চ কঞ্চিপাড়া এমএইউ একাডেমী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল সফল করতে ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন এর নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা বলেন, বিগত সময়ে যারা নৌকার বিপক্ষে কাজ করেছে তারা যেন আওয়ামী লীগের কমিটিতে স্থান না পায় সেদিকে খেয়াল রাখতে হবে।