ঠাকুরগাঁও জেলায় নিখোজের ৯ দিন পেরিয়ে গেলেও মো: আজাদ আলী (৪০) নামে এক ব্যবসায়ির সন্ধান পায়নি পরিবার। এ ব্যাপারে তার স্ত্রী আইরিন আক্তার সদর থানায় একটি সাধারণ ডায়েরী জমা করেন।
পরিবার সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার ভাতগাঁও গ্রামের কীটনাশক ব্যবসায়ি গত ১৭ ফেব্রুয়ারি সকালে একই এলাকার ঢোলকালী বাজারে তার নিজস্ব দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিরুদ্দেশ হন। দোকানে না পৌছানোর বিষয়টি জানতে পেরে আজাদের ব্যক্তিগত মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পান স্ত্রী। পরবর্তিতে রাতেই তিনি আজাদের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোজাখুজি করে না পেয়ে ২০ ফেব্রুয়ারি সদর থানায় ১৩১৬ নাম্বারে সাধারণ ডায়েরী জমা করেন। ডায়েরীতে উল্লেখ করা হয় আজাদের গায়ের রং-শ্যামলা, উচ্চতা ৫ফিট ৫ইঞ্চি, মাথার চুল-আধাপাকা, মুখ মন্ডল-গোলাকার ও দাড়ি আছে, নিখোজের দিন পড়নে ছিল-জ্যাকেট ও প্যান্ট, শিক্ষাগত যোগ্যতা-এইচএসসি পাশ। আজাদের (ভাইরা) ভাই শফিউল আলম বলেন, কীটনাশক ব্যবসার খাতিরে বিভিন্ন মানুষের সাথে তার লেনদেন থাকলেও কারও সাথে কোন সমস্যার খবর আমরা জানি না। তার ব্যাপারে সন্ধান পেলে ০১৭২৩-২০২২৭৬ নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।