ভোলার লালমোহনে উপজেলায় করোনার টিকা নিতে গিয়ে ৩ তলা ভবনের রেলিং ভেঙে চাপা পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কালমা ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে।
আহতদেরকে লালমোহন হাসপাতালে নেওয়া হলে তাদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে ভর্তি করা হয়েছে।
কালমা ইউনিয়ন পরিষদের সচিব মোশারেফ হোসেন জানান, টিকা নিতে যাওয়া লোকজন সবাই নিচ থেকে এক যোগে দোতলায় উঠে পড়ে। এসময় প্রচন্ড চাপাচাপির কারণে ভবনের ২ তলার বারান্দার রেলিং ভেঙে বেশ কয়েজন নিচে পড়ে আহত হন।
কালমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার নওয়াব বকসী জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছ।
লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকতা (ইউএইচও) ডা. মিজানুর রহমান বলেন, আহতদের মধ্যে রিজিয়া বেগম, সীমা আক্তার, পারুল বেগম, ফরিদা ইয়াসমিন, জলেখা বিবি, মিনার বেগম, পারভিন বেগম এবং রোকসানা বেগম নামের ৮ জনকে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা শঙ্কা মুক্ত।